Saturday, December 25, 2010
দরজায়
দরজায় অনেকটা রক্ত লেগে আছে
জানালা দিয়ে দেখা যাচ্ছে না কিছু ;
গভীর রাত।
তবুও দুটো কাক মারপিট করছে,
গতকালের ঠান্ডা হাওয়ায় কারো
অভিশাপ ছিলো।
দরজায় রক্তের মত মরচে লেগে আছে
সিলিং ফ্যান এ জমে আছে
গতজন্মের ধুলো।
সব জন্মই এভাবে নিঃশেষ হয়ে আসে ;
কাঁচ টুকরো টুকরো হয়, রক্ত হয়
পানসা, জোলো।
দরজায় নিশি নিঃশব্দে কড়া নাড়ে
দূরে রেললাইনে কাটা পড়ে
কার লাশ ?
যারা ভালবাসে বিষাক্ত শ্বাস নিতে
তাদের আছে মানিয়ে নিয়ে
চলার অভ্যাস।
দরজায় অনেকগুলো মাকড়শা বসে আছে
মুখের ভিতরে নরম
নগ্ন মাংস।
যে বাঁচবে, বেচবে নিজেকে শস্তায়
যে বাঁচবে না তার অভিশাপ
ঘোর কালো।
অনেকগুলো কুকুর কাঁদছে শোনো
শোনো, ছাদে হাঁটছে কেউ;
অতৃপ্ত শোক।
দরজায় ঠেস দিয়ে আমার মৃতদেহ বসে আছে
জ্বলন্ত চাহনি তার, স্থির
আগুন চোখ।
দীপ্তাঞ্জন শর্মা পুরকায়স্থ ।
Sunday, December 5, 2010
Would You too Break Me Down
I hear voices from the deep...
I hear a tanpura in the blizzard....
Would you too say that I'm hearing things?
I fall asleep on your lap...
Perfumed smokes all inside me....
Would you too say that I'm imagining things?
I see the goddesses in translucent polyesters...
I see the pyramids send sparks to the sky....
Would you too say that I'm seeing things?
I feel them all like spirits I feel.
When winds blow hard but you stand still,
Would you too say that I'm obsessed with time?
Subscribe to:
Posts (Atom)